
মোঃ শাহ আলম, আলীকদম।
সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের টিউশন সহায়তা প্রদানকারী সংগঠন ‘পর্বত যুব ও সমাজকল্যাণ সংস্থা’ মঙ্গলবার আলীকদম উপজেলায় ওরিয়েন্টেশন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে পর্বত ২০২২ সাল থেকে আলীকদম উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোন কমান্ডার লে.কর্নেল শওকাতুল মোনায়েম, পিএসসি। তিনি পিছিয়ে পড়া এলাকায় আর্থিকভাবে অসচ্চল শিক্ষার্থীদেরকে পড়াশোনা সহায়তার জন্য পর্বত পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং পরবর্তী যেকোনো কার্যক্রমে অংশগ্রহণ এবং সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ।
