আলীকদমে পর্বত (যুব ও সমাজকল্যাণ সংস্থার) উদ্যোগে ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের টিউশন সহায়তা প্রদানকারী সংগঠন 'পর্বত যুব ও সমাজকল্যাণ সংস্থা' মঙ্গলবার আলীকদম উপজেলায় ওরিয়েন্টেশন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে পর্বত ২০২২ সাল থেকে আলীকদম উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের টিউশন সহায়তা প্রদানকারী সংগঠন ‘পর্বত যুব ও সমাজকল্যাণ সংস্থা’ মঙ্গলবার আলীকদম উপজেলায় ওরিয়েন্টেশন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে পর্বত ২০২২ সাল থেকে আলীকদম উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোন কমান্ডার লে.কর্নেল শওকাতুল মোনায়েম, পিএসসি। তিনি পিছিয়ে পড়া এলাকায় আর্থিকভাবে অসচ্চল শিক্ষার্থীদেরকে পড়াশোনা সহায়তার জন্য পর্বত পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং পরবর্তী যেকোনো কার্যক্রমে অংশগ্রহণ এবং সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব, তিনি বলেন অর্থের অভাবে আলীকদম উপজেলায় কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আলীকদম উপজেলা প্রশাসন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে, তিনি সমাজের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের গরিব শিক্ষার্থীদের পাশে এসে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ,আলীকদম উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা। আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আলীকদম উপজেলা খুইল্ল্যামিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া, আলীকদম উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনসুর আলম, লামা মাতামহুরী কলেজের প্রভাষক মোঃ আব্দুর রহিম ও মনজুর ইলাহী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আলীকদম কলেজের প্রভাষক রেজাউল করিম, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক রফিকুল ইসলাম, পর্বত যুব ও সমাজ কল্যাণ সংস্থা সাবেক সভাপতি জুলকার নাইন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্বত যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ইয়াকুব আলী, এবং সঞ্চালনা করেন পর্বত যুব ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সমাজের সেবায় নিবেদিত পর্বত সংস্থার ভূমিকাকে সাধুবাদ জানান। তারা বলেন, পর্বতের মতো সংগঠনগুলো সমাজে শিক্ষার আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা পর্বতকে যেকোনো অবস্থায় সহযোগিতা করে যাব ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রতিভার প্রকাশ ঘটায়। পর্বত যুব ও সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা কার্যক্রমের পাশাপাশি, পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ায়।