আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী ও জেলার প্রবীণ রাজনীতিবিদ মাম্যাচিং মার্মা বলেছেন, “স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। স্বৈরাচার হাসিনার স্থান দেশের মাটিতে হয়নি, তিনি ভারতেই পালিয়ে আছেন। প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে।”
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে আলীকদম সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি জনসচেতনামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশটি আয়োজন করে আলীকদম ইউনিয়ন বিএনপি।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে মাম্যাচিং মার্মা আরো বলেন, “বান্দরবান সংসদীয় আসনে আমার শেষ নির্বাচনে মাত্র ৮৫৩ ভোটে পরাজিত হয়েছিলাম। আলীকদম ও নাইক্ষ্যংছড়ির জনগণ আমাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছিল। এখন বিএনপির দুর্দিনে যারা পাশে ছিল না, তাদের কেউ কেউ দলে বিভক্তি আনার চেষ্টা করছে। বিএনপি নামধারী অনেকেই সামনে আসবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।”
তিনি নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশগঠন করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব।”
১নং আলীকদম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুসাই মং মার্মা, সাংগঠনিক স্মপাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সেলিম রেজা, শাহাদত হোসেন জনি, বান্দরবান জর্জ কোর্টের পিপি এডভোকেট মোঃ আলমগীর, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো।
এছাড়াও বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবদল সভাপতি জহির উদ্দন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দেলর সেক্রেটারী ফরহাদ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ হোসেন, জাসাস এর উপজেলা সভাপতি হায়দারী আলী, যুবদল সভাপতি মোঃ ইলিয়াস, কৃষকদল সভাপতি মীর কাসেম ছুট্টো ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশিরুল আলম প্রমুখ।