
“করবো ভুমি পুনরুদ্ধার, রুখবে মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যে ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আলীকদম উপজেলা প্রশাসন আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি উসমানী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রিটন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার রোকসানা। এছাড়াও শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কারিতাস বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার শতাদিক উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।