আলীকদম উপজেলার-পোয়ামুহুরী এলাকায় ৫০ হাজার ইয়াবাসহ মেনরিং ম্রো (২৫) ও মেনডম ম্রো (৩১) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে আলীকদম সেনা জোন। আটককৃতরা কুরুকপাতা ইউনিয়নের দরিমুখ পাড়ার তংলে কারবারির ছেলে।
পোয়ামুহুরী সেনা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ সেপ্টেম্বর ১০টায় আলীকদম সেনা জোন (৩১ বীর) এর আওতাধীন, পোয়ামহুরী ক্যাম্প থেকে ১ কিঃ মিঃ পশ্চিমে পোয়ামহুরী বাজারে গোপন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালায়।
গোপন খবরের ভিত্তিতে আগে থেকে সার্জেন্ট সাইদুর রহমান (৩১ বীর) এর নেতৃত্বে ১ টি C-type পেট্রোল দল সেখানে অবস্থান গ্রহন করে।
তথ্য অনুসারে আলী নামের এক ব্যক্তির নৌকা তল্লাশি করে এতে ৫০ হাজার পিছ ইয়াবা সহ দুইজন দুষ্কৃতিকারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করে সেনা সদস্যরা।
আটককৃতরা লাম্বুঝিরি বুতু নামের এক মাদক চোরাকারবারীর কাছে ইয়াবা পৌছে দিচ্ছিল বলে স্বীকার করে। পরে আটককৃতদের আলীকদম থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তাদের নামে মাদক আইনে মামলা করা হবে বলে আলীকদম থানা সুত্রে জানা যায়।