
আলীকদম, বান্দরবান:
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি আলীকদম কলেজের একাডেমিক ভবন ও অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষে তিনি কলেজের উন্নয়ন কাজে ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১২টায় আলীকদম কলেজের নিজস্ব জায়গায় নতুন একাডেমিক ভবন ও অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আলীকদম কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন। এছাড়াও অনুষ্ঠানে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলীকদম প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, কলেজের জমিদাতা মোঃ এরশাদ মিয়া, মোঃ আনছার আলী, মোঃ নুর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “এই প্রত্যন্ত এলাকায় আলীকদম কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ কলেজ স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কলেজের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে এর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এদিকে, জেলা প্রশাসক বেলা দুইটায় আলীকদম উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এর আগে, জেলা প্রশাসক উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, “শীতকালে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করব যেন কোনো পরিবার শীতের কষ্টে না ভোগে।”