উপজেলা মুরং কমপ্লেক্সে অবস্থানরত ছাত্র/ছাত্রীদের মাঝে আলীকদম সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আজ মঙ্গলবার (২৯ আগস্ট ২০২৩) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আলীকদম মুরং কমপ্লেক্সে অবস্থারত ছাত্র/ছাত্রীদের এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
ক্যাপ্টেন নুরুজ্জামান তূর্য, মেডিক্যাল অফিসার, আলীকদম জোনের নেতৃত্বে উক্ত মুরং কমপ্লেক্সে একটি মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করে দুঃস্থ, অসহায় ও গরীব ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। এতে ৮১ জন ছাত্র, ৪৯ জন ছাত্রী এবং ১০ জন অন্যান্য ব্যাক্তিবর্গসহ সর্বমোট ১৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন এর পর মেডিক্যাল অফিসার, ছাত্র/ছাত্রীদের বাল্যবিবাহ ও মাদক বিষয়ে সচেতনতা করেন এবং সুস্থ জীবন বজায় রাখতে অনুপ্রাণিত করেন।