বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় আলীকদম উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীর মাঝে ‘ডিগনিটি কিডস’ বিতরণ করা হয়েছে। অন্তর্ভুক্তি মূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এসব ‘ডিগনিটি কিডস’ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) আলীকদম ওয়ামি একাডেমি স্কুল মাঠে এ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম কলেজের অধ্যক্ষ মুজিবুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিতরণকৃত ‘ডিগনিটি কিডস’-এর মধ্যে ছিল মেয়েদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, বালতি, জুতা, নেইলকাটার প্রভৃতি। এছাড়াও, বিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থীদের নিরাপদ বিশ্রামের জন্য সেভহাউজে ব্যবহারের উপযোগী চৌকি, বেড ও তোষক প্রদান করা হয়।
ইউএনডিপি সূত্রে জানা গেছে, ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে ইউএনডিপি আলীকদমের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডার সচেতনতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষক প্রশিক্ষণেরও আয়োজন করেছিল