আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৩,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, পিএসসি-এর নির্দেশে বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ বদর উদ্দিন কামাল হোসেন পিবিজিএম-এর নেতৃত্বে বিজিবি টহল দল ও পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে বাগানপাড়া এলাকার জঙ্গলের ভেতর তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা। অভিযানের সময় কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বলেন, “বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাগানপাড়া এলাকায় ৩,৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।”
এই ঘটনার প্রেক্ষিতে আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।