আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:
আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীন উপজেলা মৎস্য দপ্তরের কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮ অক্টোবর) সকালে ১০টায় আলীকদম মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০জন মৎস্য চাষীকে নিয়ে ০৩(তিন) দিন ব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে চাষিদের কার্প জাতীয় মাছ চাষের সুবিধা,চাষ পদ্ধতি,পুকুরের স্থান নির্বাচন, মাছের গুনগত উৎপাদনসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, বাংলাদেশ বেতার, বান্দরবান, আঞ্চলিক পরিচালক মোঃ রফিকুল ইসলাম, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালম, এছাড়াও বান্দরবান জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।