রাঙ্গামাটি প্রতিনিধি:
দীর্ঘ চার মাস পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয়েছে। চিরচেনা রূপে ফিরছে কাপ্তাই হ্রদ। দীর্ঘ সময় বন্ধের পর মাছ আহরণ শুরু হওয়ায় খুশী শ্রমিকরা।
নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে হ্রদে জাল ফেলে মাছ আহরণ করে জেলেরা। আজ শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটি ও কাপ্তাই ফিসারী অবতরণ ঘাটে আহরিত মাছ ল্যান্ডিং শুরু হয়েছে।
বরফ কলগুলো চালু হয়েছে। কাপ্তাই হ্রদে আহরিত মাছ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হয়েছে। ফিশারী পন্টুনে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের বেড়েছে কর্মব্যস্ততা।
বর্ষায় কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশ বিস্তারের স্বার্থে গত ২০ এপ্রিল থেকে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। দীর্ঘ চার মাস মাছ শিকার বন্ধ রাখার পর ৩১ আগস্ট সে নিষেধাজ্ঞা তুলে নেয় জেলা প্রশাসন।