আলীকদম, প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে নিখোঁজের পাঁচ দিন পর সুব্রত দাশ (০৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের উপজেলার সদর ইউনিয়নের মানিকের বাড়ির পিছনে ঝিঁরি থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুব্রত দাশ বাজারের মাছ ব্যবসায়ী শংকর দাশের ছেলে।
শুক্রবার দুপুরে নিখোঁজের পাঁচ দিন পর সুব্রত দাশের অর্ধগলিত ও অর্ধমাটি চাপা অবস্থায় লাশ খোঁজ পাওয়া গেলে খবর পেয়ে উদ্ধার করেছে পুলিশ।
সদর ইউনিয়নের বাসিন্দা সুধীর কর্মকার বলেন, গত সোমবার দিনে সুব্রত দাশ নিখোঁজ হয়। এরপর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে গত মঙ্গলবার দিনভর মাইকিং করা হয়। আজ সকালে এক স্থানীয় ঝিঁরির কাদামাটিতে অর্ধমাটি চাপা অবস্থায় এক শিশুর অর্ধগলিত লাশ দেখতে পান।
পরে ওই স্থানীয় লোকের খবরে আশপাশের লোকজন ছুটে এসে লাশটি সুব্রত দাশের বলে শনাক্ত করে। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সুব্রতের বাবা শংকর দাশ বলেন, ‘পারিবারিকভাবে কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কেন এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানি না। নিখোঁজের আগে সর্বশেষ নাছিরের ছেলের সাথে আমার ছেলেকে দেখা গেছে। নাছিরের ছেলে জোর করে টেনে নিতেও দেখেছে স্থানীয়রা।
এ ব্যাপারে আলীকদম থানার উপ পরিদর্শক (এসআই) মো.দেলোয়ার হোসেন বলেন,আমরা কোন সিনটম পাইনি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।