বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিক যোগদান ও দায়িত্ব গ্রহণের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যান ও সদস্যরা যোগদানপত্রে স্বাক্ষর করেন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ’র কাছে কপি জমা দেন। পরবর্তীতে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই জেলা পরিষদের ২৮টি বিভাগের প্রধান কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনের উদ্যোশে স্বাগত বক্তব্য প্রদান করেন।
নবনিযুক্ত সদস্যদের মধ্যে রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা এবং খুরশিদা ইসহাক তাদের মতামত প্রকাশ করেন। তাঁরা পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এদিকে দায়ীত্বগ্রহণ শেষে, আলীকদম বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে নবাগত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর আওয়ামী লীগের মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং ১৪ সদস্য আত্মগোপনে চলে যান। পরে ৭ নভেম্বর সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান ও ১৪ সদস্যের একটি নতুন অন্তবর্তীকালীন পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক থানজামা লুসাই ২০০৭ সালের ১৫ জুলাই থেকে ২০০৯ সালের ২৪ মে পর্যন্ত একই দায়িত্ব পালন করেছিলেন।