আলীকদম প্রতিনিধি: ‘ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে উপজেলা মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সে সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রিটন। উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ কফিল উদ্দীন, উপজেলা মৎস্য দপ্তরের কাম কম্পিউটার, মোঃ আব্দু জলিলের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবী, মৎস্য চাষি ও মৎস্য সেক্টরের সাথে জড়িত অন্যান্য সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।
সে সময় বক্তারা আলীকদম উপজেলার বিভিন্ন জলাশয়, পুকুরের সর্বোত্তম ব্যবহার করার মাধ্যমে সর্বোচ্চ মাছ উৎপাদনের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, সরকার মৎস্য চাষীদের নানাভাবে সহায়তা এবং পরামর্শ প্রদান করে আসছে। মাসের উৎপাদন বৃদ্ধিতে পোনা বিতরণ, বিকল্প জীবিকার জন্য ছাগল বিতরণ করে। সর্বোপরি মাছ চাষে আগ্রহী করে তুলতে নানা সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।
এদিকে এর আগের দিন (৩১ জুলাই) আলীকদম উপজেলা পরিষদ হল রুমে ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রাত দাশ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবী, মৎস্য চাষি ও মৎস্য সেক্টরের সাথে জড়িত অন্যান্য সুফল ভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস সেক্টরে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে একজন এবং উপজেলা পর্যায়ে দুইজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।