
আলীকদম প্রতিনিধি:
বান্দরবান জেলার আলীকদম উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের বিদ্যামনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সে সময় ম্রো জনগোষ্ঠীকে দুপুরের খাবার বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলীকদম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সুরত আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—খামলাই ম্রো, জেলা পরিষদ সদস্য, বান্দরবান। থোয়াইনু অং চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, লামা, বান্দরবান। মোঃ নুরুল আবছার ছোটন, সদস্য সচিব, আলীকদম উপজেলা শ্রমিকদল। মোঃ আবুল বাশার, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, আলীকদম উপজেলা। উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি সাচিং প্রু জেরী বলেন, দেশের পিছিয়ে পড়া ম্রো সম্প্রদায়ের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা রয়েছে বিএনপির। দুর্গম পাহাড়ি অঞ্চলে ম্রো আবাসিক বিদ্যালয় স্থাপন, বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ, কৃষির আধুনিকায়ন ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার মাধ্যমে পাহাড়ের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করবে।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার শীতার্ত মানুষরা কিছুটা উষ্ণতা পাবে বলে আয়োজকরা আশাবাদী।