
আলীকদম , প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখায়া এলাকার মালয়েশিয়া প্রবাসী সৈয়দ হোসাইনের ছেলে মোহাম্মদ জিসান সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
১০ ফেব্রুয়ারি সকাল ৮টায় চকরিয়ার নলবিলা এলাকার নিকটস্থ ডলমপীর শাহ মাজার পাশের সড়কে গ্রীনলাইন বাসের সাথে মুখোমুখি হয়ে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
জানা গেছে, জিসান বান্দরবান যাওয়ার পথে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। ঘটনা স্থলে তার মৃত্যু হয়। তারা ২টি মটর বাইকে ৪ জন বান্দরবান যাচ্ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
কক্সবাজার-চকরিয়া মহাসড়ক হাইওয়ে পুলিশের চকরিয়া এলাকায় দায়ীত্বরত কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দুর্ঘটনার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে ।