বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আলীকদম উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।সেপ্টেম্বর আলীকদম উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাশুক আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পানবাজার টাউন হল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পান বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানবাজার দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পানবাজার দলীয় কার্যালয়ে সামনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. মাশুক আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো. নুরুল সাফা ভূঁইয়া বাবু’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সে সময় অন্যান্যদের মধ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ১নং আলীকদম সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মো আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ সদর ইউনিয়ন বিএনপি, আলীকদম উপজেলা যুবদলের সভাপতি মো. ইলিয়াছ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মারুফ, আলীকদম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।