আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:
আলীকদমে একাদশ শ্রেণির দরিদ্র ও মেধাবী ৪০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে আলীকদম উপজেলা ছাত্রদল।
শুক্রবার(১৫সেপ্টম্বর) আলীকদম প্রেসক্লাব প্রাঙ্গনে বিনামুল্যেবই বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার স্বরূপ একাদশ শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসব বই বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ম্যম্যাচিং,সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বান্দরবান জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ, আলীকদম উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ জুলফিকার আলী ভুট্টো।
এছাড়াও আলীকদম উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ছাফা ভূঁইয়া(বাবুর) সভাপ্রতিত্বে বই বই বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলীকদম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন।