আলীকদম প্রতিনিধি: আলীকদম উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে পর্যটদের নিরাপত্তা ও হয়রানি বন্ধে নিবন্ধিত পর্যটন গাইডদের পরিচয়পত্র দেওয়া হয়েছে।
এতে করে নিবন্ধিত পর্যটক গাইডদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন পর্যটন স্থান সমুহে নিরাপদে ভ্রমণ করা যাবে।
সোমবার আলীকদম উপজেলা পরিষদ হল রুমে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী প্রথম ধাপে ২৭ জন পর্যটন গাইডের মধ্যে পরিচয়পত্র তুলে দেন।
সে সময় ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, আলীকদম টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ ছলিম উল্লাহ(শেখ সেলিম) ও সাধারণ সম্পাদক সুই তিং প্রু মার্মা, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রাজু উপস্থিত ছিলেন।
আলীকদম উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় আগত পর্যটকদের নিরাপত্তা প্রদান, নানান পর্যটন স্পট সমূহে যাতায়াতের সুবিধার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে রেজিস্ট্রেশন এর উদ্যোগ নেওয়া হয়। এর ফলে নিবন্ধিত পর্যটন গাইডদের মাধ্যমে নানা সময় পর্যটকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা যাবে ।
আলীকদম টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ ছলিম উল্লাহ(শেখ সেলিম) বলেন, উপজেলা প্রশাসনের নিষিদ্ধ এলাকাসমূহে পর্যটকরা গিয়ে নানা জামেলায় পড়ে, অনেক সময় দেশের নিরাপত্তা ক্ষু্ন্ন ও পর্যটকের মারাত্মক ঝুঁকিতে পড়ে যায়, এসব ঘটনা এড়াতে নিবন্ধিত গাইডরা সবসময় প্রশাসনের কাছে দায়বদ্ধ থাকবে।