আলীকদম প্রতিনিধি: ‘ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম অংশ হিসেবে র্যালি উদ্বোধনীব অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রাত দাশ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবী, মৎস্য চাষি ও মৎস্য সেক্টরের সাথে জড়িত অন্যান্য সুফল ভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস সেক্টরে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে একজন এবং উপজেলা পর্যায়ে দুইজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্প্রতি বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার করে মাছ উৎপাদনে আমরা প্রথম হতে চাই। সামুদ্রিক মাছের অবস্থান, গতিবিধি, মজুদ নিরূপণ ও আহরণের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে।
এদিকে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উল্লেখ্য বর্তমানে বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে ৭৭ হাজার ৪শ ৮ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে প্রায় ৪ হাজার ৪শ ৯৬ কোটি ৩৮ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।