কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ধর্মপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে দাগী আসামি মোঃ সাইফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। ৩নভেম্বর ভোরে সশস্ত্র বাহিনীর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ২৩ বীর এর মেজর মাহিন। অভিযানে লেফটেন্যান্ট আওয়াদ, মাস্টার ওয়ারেন্ট অফিসার কামাল এবং ওয়ারেন্ট অফিসার মাহবুবও অংশ নেন।
সেনাসূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইফুল ইসলাম আরিফ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে তিনি ছাত্রদের উপর গুলি চালানোর একটি ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছিলেন।
২৩ বীর এর টহল দল রাত ০১:৪৫ টায় ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের বাসভবনে তল্লাশি চালায়। তাকে তার ঘরের বক্স খাটের নিচে লুকিয়ে থাকতে দেখা যায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক থেকে একটি ওপেন বোল্ট শটগান উদ্ধার করা হয়। এছাড়াও তার কক্ষ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ অপরাধে ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল, ১টি ওপেন বোল্ট শটগান, ২টি দা, ৬টি ধারালো ছুরি, ১টি মোবাইল ফোন। এছাড়াও ২টি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র
অভিযানের সময় অভিযুক্তের চাচা আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। জানা গেছে, অভিযুক্ত সাইফুল ইসলাম আরিফের বিরুদ্ধে অতীতে সহিংস কর্মকাণ্ডের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বিশেষত, ২০০৬, ২০০৮ এবং ২০২২ সালে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।
অভিযুক্ত সাইফুল ইসলাম আরিফকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী থানার ওসি জানান, “আইনের মাধ্যমে দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কুমিল্লায় যৌথ বাহিনীর এই সফল অভিযানকে জনগণের নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।