আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ২টায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ জনসভায় বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে আসেন।
জনসভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা বিএনপির জনসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনছার আহমেদ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরি। তিনি বলেন
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা একবিশং শতাব্দীর উপযোগী অত্যান্ত কার্যকর রূপরেখা। এত সুশাসন, ভোটাধিকার থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে জনগন সুফল ভোগ করবে।
তিনি আরও বলেন,
“বর্তমান সরকার বিএনপি সরকার নয়, তাই বিএনপি ঘোষিত দিকনির্দেশনা পদেপদে পালন করতে হবে নেতা কর্মীদেরকে, এছাড়াও তিনি প্রশাসনের কাছে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বিএনপিকে সহযোগিতার করার আহ্বান জানান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গনি, মজিবুর রশিদ, সাশৈ প্রু, যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মহিলা দলের জেলা সভাপতি মিসেস নিরুতাজ বেগম নিলা, এবং আরও অনেকে।
এতে আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যনু মার্মা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কামাল উদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মো. আবুল হাসেম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল বাশারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে তা বাস্তবায়নের অনুরোধ জানান।