
আলীকদম প্রতিনিধি:
চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আজ ১০ জুলাই, বিকাল ২টায় প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে বান্দরবানের আলীকদম উপজেলার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার আশানুরূপ না হলেও আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শতভাগ সাফল্য অর্জন করে আলোচনায় এসেছে।
উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ফলাফলে দেখা যায়—
• আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়: মোট ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন উত্তীর্ণ হয়েছে, ফেল করেছে ২৬ জন।
• চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়: ৫১ জন অংশগ্রহণকারীর মধ্যে পাস করেছে ২১ জন, ফেল ৩০ জন।
• আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা: মোট ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১ জন, ফেল ৯ জন।
• আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ: ৩১ জন পরীক্ষার্থী সবাই পাস করেছে। এদের মধ্যে ৪ জন জিপিএ-৫ পেয়েছে।
• আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়: মোট ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৫ জন পাস করেছে, ফেল করেছে ৫৪ জন।
• আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়: ৫৩ জনের মধ্যে ৩২ জন পাস করেছে, ফেল ২১ জন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, উপজেলায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেল করার হার বেশ বেশি। বিশেষ করে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় ও চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফলাফল উদ্বেগজনক। অন্যদিকে, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সকল শিক্ষার্থী পাস করে এবং জিপিএ-৫ অর্জনের মাধ্যমে সেরা ফলাফল অর্জন করেছে।
শিক্ষাবিদরা বলছেন, কিছু প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি, শ্রেণিকক্ষে মনোযোগের অভাব এবং নিয়মিত পাঠদানের সমস্যা এই খারাপ ফলাফলের জন্য দায়ী হতে পারে।
তবে ভালো ফলাফল করা প্রতিষ্ঠানগুলোর সফলতা শিক্ষাপদ্ধতি, প্রশাসনিক নজরদারি এবং নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদানের সুফল বলেও অভিমত বিশেষজ্ঞদের।
শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা ফলাফলের সার্বিক মানোন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ ও শিক্ষার পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছেন।