মোঃ শাহ আলম, আলীকদম।
আলীকদমের আন্ত:স্কুল বিজ্ঞান-প্রযুক্তি-ভূগোল, কৃষি-গার্হস্থ্য, চিত্রমেলা ও শিল্প-সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) সেন্ট মেরী’স স্কুল আলীকদমের আয়োজনে তিন দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আন্ত:স্কুল বিজ্ঞান-প্রযুক্তি-ভূগোল, কৃষি-গার্হস্থ, চিত্রমেলা ও শিল্প-সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী এই মেলার উদ্বোধন করেন।
সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক। কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. রতন গুদা, সেন্ট মেরী’স স্কুল প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত প্লাসিড পিডিফিকেশন।
আন্ত:স্কুল বিজ্ঞান-প্রযুক্তি-ভূগোল, কৃষি-গার্হস্থ, চিত্রমেলা ও শিল্প-সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ফাদার বিজয় গাব্রিয়েল রিবেরু।
ছাত্র-ছাত্রীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে বুদ্ধি ভিত্তিক সৃজনশীল মেধা অন্বেষণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান-প্রযুক্তি, ভূগোল, কৃষি-গার্হস্থ সম্পর্কে নানা ধরনের প্রজেক্ট এই মেলায় প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি আতাউল গনি ওসমানী বলেন, যুগের সাথে প্রতিযোগিতায় করতে শিক্ষার্থীদের স্মার্ট নলেজ অর্জন করতে হবে। বিজ্ঞান অধ্যায়নের মাধ্যমে নতুন নতুন আবিষ্কারের সম্পর্কে জেনে নিজেদের আবিষ্কার করার প্রচেষ্টা চালাতে হবে। তিনি শিক্ষার্থীদের ক্যাশলেজ বিশ্ব ব্যবস্থা, স্যাটেলাই যুগে বাংলাদেশ ও আগামীর এআই নির্ভর বিশ্বের সংক্ষিপ্ত ধারণা দেন।
এদিকে অনুষ্ঠানের সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফাদার বিজয় গাব্রিয়েল রিবেরু বলেন
সেন্ট মেরী’স স্কুল আলীকদম উপজেলায় যুগোপযোগী শিক্ষা বিস্তারে উদ্যমী শিক্ষক মন্ডলীদের দ্বারা মানসম্মত শিক্ষা দানে আলীকদমবাসীর কাছে দায়বদ্ধ। শ্রেণি শিক্ষার পাশাপাশি শিল্প, সংস্কৃতি চর্চা, খেলাধুলার আয়োজন করে।
এদিকে আগামীকাল ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থাকছে, আলীকদম উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে নাচ, গান, কবিতা, অভিনয়সহ নানা ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালম।