আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:
আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে ১২ নভেম্বর ২০২৩ তারিখ রবিবার আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও তংধন ম্রো ও ইসরাত জান্নাত ঈসাকে একাদশ শ্রেণীর দুই সেট বই প্রদান, অটোরিকশা দূর্ঘটনায় আহত সামুদা বেগমকে তাৎক্ষণিক ১০,০০০ (দশ হাজার) টাকা এবং তানভীর হোসেন ইমনকে শিক্ষা সহায়তা বাবদ তাৎক্ষণিক ৫,০০০ (পাচ হাজার) টাকা সহ সর্বমোট ২,৭৩,১৬৮.০০ (দুই লক্ষ তিহাত্তর হাজার একশত আটষট্টি) টাকা অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন এবং নবগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি।
এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।