আলীকদম প্রতিনিধি: আলীকদমে মাতামুহুরী নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপড়া চেলাখুম এলকায় এ দুর্ঘটনা ঘটে।
নয়াপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন নদীতে ডুবে শিশুর মৃত্যুর হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশু নাম জুবায়ের (৫)। সে নয়াপাড়া ৫ নং ওয়ার্ডের জাকের আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টার দিকে কয়েকজন শিশু নদীতে গোসল করতে গিয়ে খেলছিল। তাদের মধ্যে জুবায়ের নদীতে থাকা বাঁশের ভেলায় খেলতে খেলতে একপর্যায়ে নদীতে পড়ে গভীরে চলে যায়।
তার নদীতে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী নদীতে নেমে উদ্ধারের চেষ্টা চালায়। পরে আলীকদম ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে যৌথপ্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে নদীতে শিশু নিখোঁজ হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে, শতশত লোকজন নদীর পাড়ে ভীড় জমান উদ্ধার তৎপরতা দেখতে। দীর্ঘ সময়ধরে নদীতর খোঁজার পর স্থানীয় এক যুবক শিশুটিকে উদ্ধার করা হয়।