আলীকদম প্রতিনিধিঃ আলীকদম ইসলামপুর পাড়ার নওমুসলিম পুরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত সঙ্গীত শিল্পী তাসরিফ খান।
আলীকদম থানচি সককের ১১ কি:মি: এলাকায় অবস্থিত ইসলামপুর পাড়ার ১৫ পরিবারের মাঝে সোমবার(৮এপ্রিল) খাদ্য সামগ্রী ও ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী, জুব্বা, শাড়ি, থ্রি পিস ও ছোট ছেলে-মেয়েদের জামা দেওয়া হয়।
মোহাম্মদ নিজাম উদ্দিন এর সহযোগিতা ও সমম্বয়ে এসব খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন আলীকদম সেনা জোন, আলীকদম থানা ও যুব নেতা এজহার হোসেন।