আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: আলীকদম উপজেলা প্রাচীন সমবায় সংগঠন নৌকা চালক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ এনামুল।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে ৮১ ভোটে মোঃ এনামুল (চেয়ার প্রতীক) নিয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামশুল আলম (ছাতা প্রতীক) নিয়ে ১৩ ভোট পেয়ে পরাজিত হয়।
নৌকা চালক সমবায় সমিতিতে ১৩১ জন ভোটার রয়েছে।
এদিকে নৌকা চালক সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা সহ-সভাপতি নির্বাচিত হয়েছে, মোঃ আলমগীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সাইফুল ইসলাম।
নির্বাচন কার্যক্রম পরিচালনা করছেন আলীকদম সমবায় কার্যালয়ের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।