আলীকদম প্রতিনিধি: আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম ও সহকারী শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ জিয়াউর রহমানকে শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। একই সাথে তাদের বিদ্যালয়ে প্রবেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত দেন ইউএনও।
এদিকে একই ঘটনায় ওই বিদ্যালয়ের অপর দুই শিক্ষক জয়নাল আবেদিন কাজল এবং জুবাইরুল ইসলামকে শোকজ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার(২৭ আগষ্ট) শ্রেণি কার্যক্রম চলাকালে প্রধান শিক্ষক বদিউল আলম এবং সহকারী শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ জিয়াউর রহমানের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বলে সচেতন মহল মনে করছে। এর আগেও নানা কারণে ওই দুই শিক্ষক একাদিকবার বাকবিতন্ডায় জড়িয়েছিলেন। সর্বশেষ হাতাহাতির ঘটনায় দুই শিক্ষককে শ্রেণি কার্যক্রমসহ বিদ্যালয়ের যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতি খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ওই বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে অভিযুক্ত ৪ জন শিক্ষকে বহিষ্কারের দাবী তুলে ছাত্র-জনতা।