বান্দরবানের আলীকদম উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা সনদ, ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সম্মাননা ও অর্থ তুলে দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন স্কিম-এর আওতায় এ আয়োজন করে আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বান্দরবান জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা শিক্ষা অফিসার আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিদ হোসেন, সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন শাখা), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা; মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়; এবং মো. আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা, আলীকদম।
আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত মোট ২৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৬০ হাজার টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন