তিন দশকের বেশি সময় ধরে শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করে অবসরে গেলেন আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষক জামাল উদ্দীন স্যার। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় জানালেন।
১৯৯২ সালে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষক হিসেবে যোগ দেন জামাল উদ্দীন। তবে স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষক স্বল্পতার কারণে তিনি দীর্ঘসময় ধরে ইংরেজি বিষয়ও পড়িয়ে গেছেন সুনামের সাথে। তাঁর দক্ষতা ও নিষ্ঠায় তিনি হয়ে উঠেছিলেন শিক্ষার্থীদের প্রিয়তম শিক্ষক এবং সহকর্মীদের শ্রদ্ধার পাত্র।
বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমেও তিনি ছিলেন একজন প্রেরণাদায়ী নেতৃত্ব। পাঠদানের পাশাপাশি সাংস্কৃতিক ও সহপাঠ্য কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় করে তুলতে তিনি সবসময় উদ্যোগী ছিলেন। তাঁর হাতে গড়া বহু শিক্ষার্থী আজ দেশের নানা প্রান্তে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন।
বিদ্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্টজনেরা অংশ নেন। প্রাক্তন শিক্ষার্থীরা ফুল, উপহার ও শ্রদ্ধা নিয়ে স্যারের প্রতি তাঁদের ভালোবাসা প্রকাশ করেন।
এ সময় সহকর্মী আবুল হাসনাত মোহাম্মদ জিয়াউর হল বলেন, “তিনি ছিলেন আমাদের প্রেরণার বাতিঘর।”
সাবেক ছাত্রী জাহানারা পারভীন লাকী বলেন, “স্যারের প্রতিটি শব্দ ছিল জাদুর মতো—জীবন গড়ার পাঠ শেখাতেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন,
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মাশুক আহমদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাশুক ইলাহি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ।
এলাকায় জামাল মাস্টার নামে পরিচিত এই মানুষটি পুরো আলীকদম উপজেলায় ছিলেন শিক্ষার বাতিঘর। তাঁর অবসরে যাওয়া শিক্ষাক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি করলেও, প্রজন্মের পর প্রজন্ম তাঁর শিক্ষার আলোয় আলোকিত হতে থাকবে।