বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সাথে আলীকদম উপজেলার স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় আলীকদম রূপমুহুরী রিসোর্টে এ মতবিনিময় হয়।
এ সময় আলীকদম উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে বিদ্যুৎ সমস্যা, শিক্ষার প্রসার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এলাকার সার্বিক উন্নয়ন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জুলফিকার আলী ভূট্টো। স্থানীয় সাংবাদিকদের মধ্যে ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জিয়া উদ্দিন জুয়েল, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি হসান মাহমুদ, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতার প্রতিনিধি মোঃ শাহ আলম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রশান্ত দে, কালবেলা’র প্রতিনিধি সুজন চৌধুরী, দৈনিক রূপালী বাংলাদেশে প্রতিনিধি সুহৃদয় তঞ্চঙ্গ্যা, দৈনিক সাঙ্গু প্রতিনিধি সুশান্ত তঞ্চঙ্গ্যা ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।
জাবেদ রেজা বলেন, আলীকদমের বিদ্যুৎ সমস্যা সবসময় লেগে থাকে। আমি বিষয়ে বিদ্যুৎ বিভাগের লামা আবাসিক প্রকৌশলীর সাথে আলাপ করেছি। এ বিষয়ে আশু করণীয় সম্পর্কে তিনি সাংবাদিকদের মতামত জানতে চান। এছাড়াও বিএনপির এ নেতা এলাকার সার্বিক পরিস্থিতি দলনিরপেক্ষভাবে সংবাদপত্রে তুলে ধরার সাংবাদিকদের আহ্বান জানান। মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি প্রেক্ষাপট উঠে আসে।