আলীকদম(বান্দরবান)প্রতিনিধি: আলীকদম উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে মাতামুহুরী নদী ও চৈক্ষ্যং খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে লামা ছাত্রলীগের সাবেক সভাপতি মংক্লা মার্মা এর বিরুদ্ধে। বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা সৃষ্টি হয়ে তীরবর্তী , ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা রয়েছে।
এ নিয়ে আলীকদম উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
অভিযোগে এলাকাবাসী বলেন, গত এক সপ্তা ধরে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে। যার ফলে নদী তীরবর্তী ফসলি জমির ভাঙ্গন দেখা দিয়েছে। ক্রামাগত বালু উত্তোলনের কারণে নদী গভীর হয়ে নদীর পাড়ে ধ্বস নামার আশঙ্কা তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আলীকদম উপজেলা প্রশাসনকে অবহিত করার কথা বলে সরকারী কাজে এসব বালু ব্যবহার করার পাঁয়তারা করছেন ঠিকাদার প্রতিষ্ঠান।
নদীতে গভীরতার সৃষ্টি করে বালু উত্তোলনের বিরূপ প্রতিক্রিয়া আগামী বর্ষা মৌসুমে দেখা দিতে পারে। বালু উত্তোলন বন্ধের ব্যাপারে আলীকদম উপজেলা প্রাশনের হস্তক্ষেপ কামনা করছে জমির বর্গাচাষী মুন্নি আক্তার।
এ ব্যাপারে লামা ছাত্রলীগের সাবেক সভাপতি মংক্লা মার্মা বলেন, সরকারি কাজের স্বার্থে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিস বরাবর অবগত করেছেন।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব বলেন, বালু উত্তোলনের বিষয়টি তিনি জানতে পেরেছেন। তিনি কাউকে অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দেননি। এবিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান ।