বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে একাধিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বান্দরবান যুব ভবন, বালাঘাটা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণ কোর্সসমূহের মধ্যে রয়েছে—কম্পিউটার বেসিক ও আইসিটি এপ্লিকেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, পোষাক তৈরি, গবাদি পশু ও হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম রিমন এবং যুব প্রশিক্ষণ বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব এনায়েত করিম। এছাড়াও কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা এই উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যুব সমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ কোর্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।”
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এবং ভবিষ্যতে স্বনির্ভরতা অর্জনের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।