
আলীকদম প্রতিনিধি:
আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে ১৫০ পরিবারের নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে কুরুকপাতা বাজার এলাকায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মুমিন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম রিমন। কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও বলেন, “দূর্গম এলাকার অসহায় জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই শীতবস্ত্র কিছুটা হলেও আপনাদের কষ্ট লাঘব করবে।” তিনি আরও জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পরিষদ সদস্য বলেন, “পার্বত্য জনপদ আলীকদম উপজেলার গরীব, অসহায় সকল সম্প্রদায়ের মানুষের পাশে থেকে জেলা পরিষদ সর্বোচ্চ সহযোগিতা করে যাবে”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কুরুকপাতা ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষেরা উপজেলা প্রশাসন, জেলা পরিষদসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আলীকদম উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ নিয়মিতভাবে দূর্গম এলাকার মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।