আলীকদম প্রতিনিধি:আলীকদম উপজেলায় মুক্তামনি (৭) নামে এক শিশুর গাঁয়ে গরম পানি পড়ে শরীরের অধিকাংশ ঝলসে গেছে। দরিদ্র ঘরের এই মেয়েটিকে চিকিৎসার জন্য অনুদান প্রদান করেছে আলীকদম সেনা জোন।
গত ২১ মার্চ মুক্তামনি গরম পানি ভর্তি ডেকসার সাথে ধাক্কা খেয়ে তার শরীরে গরম পানি পড়ে অধিকাংশ ঝলসে যায়। সে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের কাশেম মেম্বার পাড়ার বাসিন্দার জেসমিন আক্তারের মেয়ে।
গুরুতর আহত অবস্থায় আলীকদম সদর হসপিটালে শিশুটিকে ভর্তি করানো হয়। কর্তব্যরক্ত চিকিৎসা শরীরের অধিকাংশ ঝলসে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে প্রয়োজনীয় চিকিৎসা নিতে অন্যত্র রেফার করে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা নিতে না পারায় আলীকদম হসপিটালের বেটে স্থান হয় সারা শরীর জলসে যাওয়া শিশুটি।
এদিকে মেয়েটির বাবা বোরহান উদ্দিন অনত্র বিয়ে করে সংসার পেতেছেন । আহত মেয়েটির মা জেসমিন আক্তারের পক্ষে উন্নত চিকিৎসা করানো কোনভাবে সম্ভব হচ্ছিল না। এমন খবর পেয়ে আলীকদম সেনা জনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি ( অধিনায়ক ৩১ বীর ) শিশুটির উন্নত চিকিৎসা করার লক্ষ্যে তাৎক্ষণিক ১০,০০০ ( দশ হাজার) টাকা অনুদান প্রদান করেন। এবং আলীকদম সেনা জোনের পক্ষ থেকে শিশুটিকে আলীকদম সদর হাসপাতালে দেখতে যান।
সে সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অংশেথোয়াই মার্মা।