বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে দুর্গম ওয়াংলাইপাড়া সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
২৭ আগষ্ট বুধবার আলীকদম ব্যাটালিয়ন কর্তৃক দূর্গম থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ওয়াংলাইপাড়া এলাকায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ৯০ জন স্থানীয় নৃ-গোষ্ঠী নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি এর নির্দেশনায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।