আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
চতুর্থ শ্রেণির শিশুকে যৌন হেনস্থার অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক জিয়াউল হক বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আলীকদম উপজেলার চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সালাহ উদ্দিন নামের এক শিশু শিক্ষার্থীর অভিভাবক আলীকদম থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ৩/৩০।
মামলার এজাহারে প্রকাশ, চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হকের অফিস কক্ষটি অন্যান্য শিক্ষকদের থেকে আলাদা।
তার অফিস কক্ষে অনৈতিক উদ্দেশ্যে একটি চৌকি বসিয়েছে। গত ২৮ আগস্ট ভূক্তভোগী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী স্কুলে যাওয়ার পর টিফিনের সময় দুপুর অনুমান দেড়টায় শ্লীলতাহানির ঘটনাটি ঘটায় অভিযুক্ত প্রধান শিক্ষক জিয়াউল হক ওরফে জিয়াবুল মাস্টার।
এজাহারে আরও প্রকাশ, বিদ্যালয়ের ২য় তলার বারান্দায় শিশু শিক্ষার্থীকে একা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক অশ্লীল কথা-বার্তা, অনৈতিক প্রস্তাবসহ আপত্তিকর আচরণ করেন।
গত ১১ সেপ্টেম্বর একইভাবে অন্য একজন শিক্ষার্থীকে আপত্তিকরভাবে স্পর্শ করতে দেখে ওই শিক্ষার্থী। এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর আলীকদ থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০১০ এর ১০ ধারায় মামলা রুজু হয়।
মামলার রুজুর বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।