মোঃ শাহ আলম, আলীকদম।
নতুন প্রতিষ্ঠিত আলীকদম কলেজে ২ লাখ টাকা নগদ অনুদান দিয়েছে মরহুম খুইল্যামিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, মোঃ ইউনুস মিয়া।
বুধবার দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) ও আলীকদম কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর এর কাছে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিটন, ইউপি সদস্য সন্তুষ মহাজন, ব্যবসায়ী মোঃ ছুরত আলম, ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদিন, আলীকদম কলেজের প্রভাষক মু. রেজাউল করিম, সামাজিক সংগঠন পর্বতের উপদেষ্টা মু. জুলকার নাঈন।
উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর ২০২৪ আলীকদম কলেজ এর একাডেমিক কার্যক্রম শুরু হয়।এটি আলীকদম উপজেলায় প্রথম স্থাপিত ও একমাত্র কলেজ।
কলেজ প্রতিষ্ঠায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষিতসমাজসহ সর্বস্তরের জনসাধারণ সহযোগিতা করে আসছে। সর্বশেষ মরহুম খুইল্যামিয়া ফাউন্ডেশন একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান করেন।
আলীকদম উপজেলার সাবেক চেয়ারম্যান খুইল্যামিয়া নামে এই ” মরহুম খুইল্যামিয়া ফাউন্ডেশন”
মরহুম খুইল্যামিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম খুইল্যামিয়ার পুত্র মোঃ ইউনুস মিয়া নানা সময়ে আলীকদম উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে অনুদান প্রদান করে আসছে। মোঃ ইউনুস মিয়া, আলীকদম উপজেলার একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।