
আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাসের “Just Ecological Transition Agro Ecology Programme in the CHT” প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে বিভিন্ন জাতের গম চাষের প্রদর্শনী প্লটে মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাসেম মেম্বার পাড়ায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রকল্পের আওতায় বিভিন্ন গ্রামের উপকারভোগী কৃষকরা অংশ নেন।
কারিতাস সূত্রে জানা যায়, সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় চৈক্ষ্যং ইউনিয়নের কাসেম মেম্বার পাড়ায় পরীক্ষামূলকভাবে বারিগম-৩০, বারিগম-৩২, বারিগম-৩৩, গম BWMRI-1, BWMRI-2, BWMRI-3, BWMRI-4, ও BWMRI-5 জাতের গম বপন করা হয়েছে।
মাঠ দিবসের অনুষ্ঠানে কারিতাসের এগ্রো-ইকোলজি প্রকল্পের গবেষণা সহকারী ক্যথোয়াইপ্রু মার্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জয়নাল, আলীকদম শান্তি রানী মিশনের সহকারী ফাদার রঞ্জিত কস্তা, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মমতাজ উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস জেসমিন চাকমা।
প্রধান অতিথি মোঃ সোহেল রানা বলেন, “আলীকদম উপজেলায় গম চাষের জন্য বারিগম-৩৩ ও নতুন BWMRI-5 জাতের বীজ অত্যন্ত উপযোগী। গম চাষে খরচ কম এবং মাত্র তিন মাসের মধ্যে ফসল সংগ্রহ করা সম্ভব। তবে সঠিক জলবায়ু ও পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করতে হবে, না হলে ফলন আশানুরূপ হবে না।”
কারিতাসের মাঠ কর্মকর্তা মিসেস জেসমিন চাকমা বলেন, “২০১৯ সালের ডিসেম্বর থেকে কারিতাসের তত্ত্বাবধানে আলীকদমে পরীক্ষামূলক গম চাষ শুরু হয়। সিরাজ কার্বারী পাড়ায় এগ্রো-ইকোলজি-সিএইচটি প্রকল্পের আওতায় ৮ জন উপকারভোগীকে নিয়ে বারি গম-৩৩ চাষ করা হয়েছিল। রাসায়নিক সার ও কীটনাশক কমিয়ে জৈবসারের পরিমাণ বাড়ানো হলে দেখা যায়, BWMRI-5 জাতের গমের ফলন সবচেয়ে ভালো হয়েছে।”
তিনি আরও বলেন, “গম চাষ বৃদ্ধি করা হলে আলীকদমের কৃষকরা তামাক চাষের পরিবর্তে পরিবেশবান্ধব কৃষির দিকে ধাবিত হতে পারেন, যা মাটির উর্বরতা ও জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
মাঠ দিবসের এই আয়োজনে কৃষকদের গম চাষের আধুনিক কৌশল, বীজ সংরক্ষণ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। স্থানীয় কৃষকরাও তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং নতুন চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন।